মেগা নিলামের (Mega Auction) আগে তিন ক্রিকেটারকে কিনে নিল আইপিএলের (IPL) নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ (Lucknow)। লখনউ টিমের অধিনায়ক হিসেবে জায়গা পাকা কেএল রাহুলের (KL Rahul)। ইসএসপিএন ক্রিক-ইনফো থেকে পাওয়া খবর অনুযায়ী, কে এল রাহুল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও রবি বিষ্ণোইকে কিনে নিয়েছে RPSG গ্রুপ।
রিপোর্ট অনুযায়ী, রাহুলকে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি। স্টয়নিসের জন্য খরচ হয়েছে ১১ কোটি টাকা। ৪ কোটি টাকা খরচ হয়েছে রবি বিষ্ণোইকে দলে নিতে। ফেব্রুয়ারি মাসে আইপিএলের মেগানিলামে লখনউ ফ্র্যাঞ্চাইজির হাতে থাকবে ৬০ কোটি টাকা।
আরও পড়ুন: বুধবার প্রথম ওয়ানডে খেলতে নামছে টিম ইন্ডিয়া, অনেকগুলো রেকর্ডের সামনে বিরাট কোহলি
আইপিএলে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন কেএল রাহুল। গত আইপিএলে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়েছেন রাহুল। কিন্তু আইপিএল এনে দিতে পারেননি টিমকে। পঞ্জাব টিমে তাঁর সঙ্গে ছিলেন রবি বিষ্ণোইও। এর আগে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন স্টয়নিস।
বেঙ্গালুরুতে ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম। তার আগে নতুন দুই ফ্র্যাঞ্চাইজিকে তিনজন করে ক্রিকেটার কেনার অনুমতি দেওয়া হয়েছে।
Disclaimer: Editorji আরপি সঞ্জীব গোয়েঙ্কা গোষ্ঠীর একটি অংশ