মোহনবাগান মাঠে আসবেন এমিলিয়ানো মার্তিনেস। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে অন্যতম ভূমিকা রেখছেন। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে একাই লড়েছেন তিনি। এই আর্জেন্টাইন তারকা ৪ জুলাই কলকাতা আসছেন। সেদিন তাঁর একাধিক কর্মসূচি। প্রথমেই মোহনবাগান মাঠে পুলিশ ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন। এমিকে দেখার জন্য বিনামূল্যে টিকিট দেবে মোহনবাগান।
সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ও রবিবার দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। ক্লাব সদস্যরাও একটি করে টিকিট পাবেন। ক্লাবের অফিস থেকে সেই টিকিট সংগ্রহ করতে হবে। পিডব্লিউডি কাউন্টার থেকে থেকে সাধারণ মানুষ টিকিট সংগ্রহ করতে পারবেন।
আরও পড়ুন:মানুষের সেবা করতে চান, ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে রায়াডু!
৪ জুলাই মিলনমেলা প্রাঙ্গণেও থাকবেন মার্তিনেস। সেখানেও সংবর্ধনা দেওয়া হবে তাঁকে। একটি আলোচনাতেও অংশ নেবেন। সেই অনুষ্ঠানের নাম তাহাদের কথা। নিজের জীবন ও ফুটবল সাফল্যের নেপথ্য কাহিনি বলবেন আর্জেন্টিনার গোলকিপার। এই অনুষ্ঠানের সর্বনিম্ন মূল্য ৪৯৯ টাকা। অনলাইনে সেই টিকিট কেনা যাবে।