তাঁর ব্যাট আপাতত সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে। রাজকোট জয়ের পর অধিনায়ক তাঁর পাশে সরাসরি দাঁড়িয়েছেন। কিন্তু জানেন কী, ভারতীয় দলের এই রাস্তা কতটা কঠিন ছিল মুম্বইয়ের ক্রিকেটার সরফরাজ খানের জন্য ?
সৌরাষ্ট্র ক্রিকেটের মাঠে তাঁর সুইপে মুগ্ধ হয়েছেন কেভিন পিটারসেনের মতো প্রাক্তনরা। আর এই সুইপ শট শিখতে রোজ অনুশীলনে ৫০০টা করে বল খেলতে হয়েছে সরফরাজকে। ছোট থেকেই বাবা নৌশাদ খান তাঁর কোচ। তবে এই তথ্য জানিয়েছেন মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটের আর এক কোচ কপিল পাণ্ডে।
করোনা কালে বাবার সঙ্গে গাড়িতে করে প্রায় ১৬০০ কিলোমিটার রাস্তা পেরিয়েছিলেন সরফরাজ। যেখানে যেখানে বল ঘুরতে পারে, সেই জায়গা নিয়ে গিয়ে ছেলেকে অনুশীলন করিয়েছিলেন নৌশাদ। আর আজকের এই সরফরাজের পিছনে একজন নয়, রয়েছেন একাধিক দ্রোণাচার্য।
সেই তালিকায় যেমন রয়েছেন মহম্মদ শামির কোচ বদরুদ্দিন শেখ। তেমনই রয়েছেন বাংলার ক্রিকেটার অভিমুন্য ঈশ্বরনের বাবা আরপি ঈশ্বরণও। বদরুদ্দিন শেখ জানিয়েছেন, আমেদাবাদে তিনি সরফরাজের জন্য অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছিলেন। বাবা এবং ছেলের লড়াই, খুব কাছ থেকে দেখেছেন তিনি।