আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত অধিনায়ক হিসাবে কাজ চালাবেন রোহিত শর্মাই। বোর্ডের এক কর্তাকে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে। তার আগে বোর্ড কর্তার এই দাবিতে নতুন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ঘরের মাঠে বিশ্বকাপ হারের পর বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। ওই বৈঠকে অধিনায়ক রোহিত নাকি নির্বাচকদের কাছে তাঁর ভবিষ্যৎ নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলেন। বোর্ডের ওই কর্তার দাবি, তখনই ক্যাপ্টেন রোহিতের উপর পাল্টা আস্থার কথা জানান নির্বাচকরা।
তবে, আপাতত সূর্যর উপর ভরসা দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। ১০ তারিখ থেকে শুরু হচ্ছে ভারতের আফ্রিকান সাফারি। শুরুতে মার্কামদের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া।