ভারত অধিনায়ক রোহিত শর্মার আঙুলে চোট কী তাঁকে বুধবারের ফাইনাল থেকে দূরে ঠেলে দিতে পারে ? এমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে তিনিও জানালেও, খুবই সামান্য চোট। তা নিয়ে ভাবচ্ছেন না। বরং ফোকাস করছেন শুধু মাত্র ওভাল টেস্ট জেতার দিকেই। রোহিতের দাবি, গতবার ট্রফি ফসকে গিয়েছিল, এবার নয়।
মঙ্গলবার ওভালে অনুশীলন করেনি ভারত। ঐচ্ছিক অনুশীলনে ছিলেন অধিনায়ক রোহিত-সহ গুটি কয়েক ক্রিকেটার। সেখানেই আঙুলে চোট পান তিনি। যদিও চোট ভুলে হিটম্যান জানিয়েছেন, এরআগে যত অধিনায়ক এসেছেন, তাঁরা সবাই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাঁরও কর্তব্য দলকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই গতবার যা হয়নি, তা মনে রাখতে চান না। বরং, এবারের জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া।
এবার হাতে সময় নিয়ে ইংল্যান্ড গিয়েছে ভারতীয় দল। আইপিএলের মধ্যেই চলে এসেছিলেন রাহুল দ্রাবিড়। রোহিতের মতে, বোর্ডের এই সিদ্ধান্তে ইংল্যান্ডের মাটিতে তাঁদের এই অভিযানকে সফল করবে। তবে নজর এখন টস এবং আবহাওয়ার দিকেই।