দুবাইয়ের আইপিএলের অকশনে এ কী করলেন প্রীতি। ক্রিকেটার কিনে আবার ছেড়ে দিতে চাইলেন। মঙ্গলবার মিনি অকশনে এমনই ঘটনা ঘটছে। নিলামের একদম শেষ পর্বে দলগুলিকে জানানো হয়েছিল, তাঁদের পছন্দের তালিকা জমা দিতে। ২০ লক্ষ টাকা দিয়ে শশাঙ্ক সিংকে কিনেছিল পঞ্জাব। কিন্তু দলের দুই মালিক প্রীতি জিন্টা এবং নেশ ওয়াদিয়ার দাবি, তাঁর ভুল ক্রিকেটার কিনেছেন। সেই দাবি খারিজ করে দেন অকশনার মল্লিকা সাগর।
মঙ্গলবারের নিলামে প্রায় একই ঘটনা ঘটেছে দিল্লির সঙ্গে। তারা এক ক্রিকেটারের জন্য ঝাঁপিয়ে পিছিয়ে আসে। দিল্লি বরাত জোরে রক্ষে পায়, কারণ ওই ক্রিকেটারের নামে হাতুড়ি ঘা পড়েনি। তাই মল্লিকা সাগর তাদের দাবি মেনে নেন।
কিন্তু পঞ্জাবের ক্ষেত্রে হাতুড়ি ঘা পড়ার পরেই প্রীতি এবং নেশ দাবি জানান, তাঁর ভুল ক্রিকেটার কিনেছেন। কিন্তু আইপিএলের নিময় অনুযায়ী, শেষ পর্যন্ত শশাঙ্ক সিংকেই তাঁদের কিনতে হয়েছে।