প্রথম ওভারে জসপ্রীত বুমরাকে না এনে হার্দিক কেন নিজে বল করতে গেলেন! রান তাড়া করতে এসে ব্যাটিং অর্ডারেও কেন সাত নম্বরে এলেন। গুজরাতের বিরুদ্ধে হারের পর নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। হার্দিকের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন মুম্বইয়ের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড।
রবিবার আহমেদাবাদে প্রাক্তন দলের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক। প্রথম ওভারেই বল করতে আসেন তিনি। পোলার্ড বলেন, "টিম হিসেবে কীসে ভাল হয়, সেটা পরিকল্পনা করা উচিত। গুজরাতের হয়ে হার্দিক নতুন বলে শুরু করতেন। এদিনও ওর বল সুইংও করেছে। ভাল বল করেছেন।"
৭ নম্বরে ব্যাট করতে আসা নিয়েও মুখ খোলেন পোলার্ড। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেন, "কোনও সিদ্ধান্ত হার্দিকের একার নয়। টিমে আমাদের পরিকল্পনা ছিল। টপ অর্ডারে ব্যাটাররা নিজেদের কাজ করেছেন। টিমে দুজন হার্ড হিটার আছেন। হার্দিক ও ডেভিড। ডেভিড আগেও ফিনিশার হিসেবে ম্যাচ বের করেছেন। হার্দিকও অনেকদিন ধরে এই কাজ করে এসেছেন।"
আরও পড়ুন: আইপিএলের দ্বিতীয় ম্যাচ, আরসিবির এই পাঁচ ক্রিকেটারের দিকে থাকবে বাড়তি নজর
রবিবার আহমেদাবাদ স্টেডিয়ামে টিমের স্ট্র্যাটেজি কাজে লাগেনি। উমেশ যাদবের ওভারে জয়ী গুজরাত। পোলার্ড জানিয়েছেন, এই ম্যাচের পর টিমের ব্যাটিং অর্ডার নিয়ে নতুন কিছু স্ট্র্যাটেজি তৈরি করা হবে।