বকেয়া ডিএ-এর দাবি তুলে আন্দোলন চলছে। দিল্লির যন্তর মন্তর থেকে ইডেন গার্ডেন্সে দেখা গিয়েছে আন্দোলনকারীদের পোস্টার। এবার অভিনব প্রতিবাদ দার্জিলিংয়ে। গরমের ছুটিতে দার্জিলিং ঘুরতে গিয়ে প্রতিবাদ জানালেন রাজ্যের সরকারি কর্মী মনোজিৎ বর্ধন ও দেবস্মিতা সাহা বর্ধন।
রাজ্যের বিভিন্ন এলাকায় আই লভ শব্দ জুড়ে বোর্ড চোখে পড়ে। দার্জিলিং ম্যালেও আছে 'আই লভ দার্জিলিং'। দার্জিলিং শব্দটির প্রথম দুটি অক্ষরকে নিয়ে কায়দা করে ছবিটি তুলেছেন দম্পতি। যার অর্থ দাঁড়িয়েছে, আই লাভ ডিএ। সঙ্গে ফেসবুকে ক্যাপশন দিয়েছেন, দুই সরকারি কর্মীর আর কী বা চাহিদা থাকতে পারে। দম্পতির দাবি, বকেয়া ডিএ-র দাবিতে অভিনব কায়দায় প্রতিবাদ জানাতেই এই পন্থা নিয়েছেন তাঁরা।
মনোজিৎ রহড়ার রামকৃষ্ণ মিশন বয়েজ় হোম হাই স্কুলের শিক্ষক। দেবষ্মিতা চাকরি করেন লবনহ্রদ বিদ্যাপীঠ ফর গার্লসে। মাঝেমধ্যে সংগ্রাম যৌথ মঞ্চের কর্মসূচিতেও যোগ দেন তাঁরা। সম্প্রতি দার্জিলিং ঘুরতে যান তাঁরা। সেখানেই এমন পোস্ট মনোজিৎ ও দেবস্মিতার।