ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে লখনউ অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া কী সত্যিই আহত হয়েছিলেন ? নাকি দ্রুত রান তোলার জন্য নিকোলাস পুরান যাতে মাঠে নামতে পারেন, তার ব্যবস্থা করতে নিজে মাঠ ছেড়েছিলেন ? লখনউ বনাম মুম্বই ম্যাচের পর এই বিতর্ক এখন সমাজ মাধ্যমে। ওই পরিস্থিতিতে ক্রুণাল যা করেছিলেন, ঠিক করেছিলেন। নেটিজেনদের জবাব রাজস্থান ক্রিকেটার রবি অশ্বিনের। আর ম্যাচ শেষে লখনউ অধিনায়ক জানিয়েছেন, এই ঘটনায় কোনও বিতর্ক নেই। সেই সময় সত্যিই তাঁর পেশি আটকে গিয়েছিল। তিনি পা নড়াতে পারছিলেন না। ৪৯ রান করে মুম্বইয়ের বিরুদ্ধে আহত অবসৃত হয়ে মাঠ ছাড়েন ক্রুণাল।
ম্যাচ শেষে ক্রুণাল জানিয়েছেন, তিনি দলের অধিনায়ক। দলের স্বার্থে তিনি সবকিছু করতে রাজি। ওই সময় তাঁর মনে হয়ে পায়ে চোট নিয়ে খেলার থেকে মাঠ থেকে বেরিয়ে যাওয়া। সেই কারণেই তিনি অবসৃত হয়ে মাঠ ছেড়েছিলেন। কলকাতা আসার আগেই ইডেন ম্যাচের ভাবনায় লখনউ। আসলে মুম্বইকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। আর সেটাই কাজে লাগাতে চান ক্রুণাল।