শেন ওয়ার্ন (Shane Warne) অবসর নেওয়ার সময় নামের পাশে লেখা ছিল ৭০৮ উইকেট। আকাশছোঁয়া সাফল্য ও খ্যাতি। শতাব্দীর সেরা ডেলিভারিটি (Ball of The Century) যেন এখনও ভাসছে অনুরাগীদের চোখে। মাত্র ৫২ বছর বয়সে চিরঘুমে কিংবদন্তি ক্রিকেটার (Legendary Cricketer)। মানতে পারছে না ক্রিকেটবিশ্ব। ওয়ার্নের সঙ্গে যারা খেলেছেন, তাঁদের মধ্যে অনেকেই বিহ্বল। কী প্রতিক্রিয়া দেবেন বুঝে উঠতে পারছেন না। আজীবন স্পিনের জাদুতে ব্যাটসম্যানদের বোকা বানিয়েছেন। জীবন যে এভাবে ওয়ার্নকে চকমা দেবেন, ভাবতে পারেনি কেউই।
টুইটারে প্রতিক্রিয়া দিয়েছেন স্যার ভিভিয়ান রিচার্ডস (Sir Vivian Richards)। লিখেছেন, " অবিশ্বাস্য। আমি স্তম্ভিত। এটা সত্যি হতে পারে না। রেস্ট ইন পিস ওয়ার্ন (RIP Warne)। অনুভূতি বোঝানোর মতো নয়।" ওয়ার্নের মৃত্যুতে প্রতিক্রিয়া দিতে পারেননি তাঁর দীর্ঘদিনের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টও (Adam Gilchrist)। শুধু টুইটারে মন ভেঙে যাওয়ার কিছু ইমোজি শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: কিংবদন্তি ওয়ার্নের মৃত্যুসংবাদে হতবাক ক্রিকেটবিশ্ব, শোকের ছায়া টুইটারে
আইপিএলে (IPL) প্রথম মরশুমে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক শেন ওয়ার্ন। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে টুইট করা হয়েছে মাত্র একটা লাইন, "এটা হতে পারে না।" টুইটারে শোকজ্ঞাপন করেছে বিসিসিআইও (BCCI)। বোর্ডের পক্ষ থেকে, লেখা হয়েছে, ক্রিকেট বিশ্ব অনেক কিছু হারাল। অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন আর নেই। ক্রিকেটকে এতটা উচ্চতায় নিয়ে যাওয়া চ্যাম্পিয়ন ওয়ার্নের মৃত্যুতে শোকস্তব্ধ।"
শোকজ্ঞাপন করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রিত বুমরাহ, ক্রিস গেইল, শাহিদ আফ্রিদি।