ভাইজ্যাগের পর রাজকোটে ডাবল সেঞ্চুরি। একাধিক রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০টি ছয় মেরে রেকর্ড গড়েছেন যশস্বী। এবার সোশ্যাল মিডিয়ায় ইংরেজ স্পিনারদের আক্রমণ নিয়ে এক্স প্ল্যাটফর্মে টুইট বীরেন্দ্র সেহওয়াগের।
এক্স প্ল্যাটফর্মে সেহওয়াগ বলেন, "যশস্বী জয়সওয়াল পরপর ডাবল সেঞ্চুরি করলেন। স্পিনারদের, যেমনভাবে খেলা উচিত, তেমনই খেলেছেন।" কিছুদিন আগে রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন, সেহওয়াগ অফ স্পিনারদের খুবই সহজে খেলতেন।
এমন কী সেহওয়াগ নিজেও জানান,স্পিনারদের বোলার মনে করেন না তিনি। সেহওয়াগ বলেছিলেন,"আমার মনে হয় না অফ স্পিনাররা বোলার। আমার ক্ষেত্রে অফ স্পিনারদের খেলতে অসুবিধা হয় না।"