বিরাটের উইকেট এখনও তাঁর কাছে স্পেশাল। পাকিস্তান দল থেকে বাদ গিয়েছেন প্রায় বছর পাঁচেক আগে। এখনও তাঁর পুরনো কথা মনে রয়েছে। তিনি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জুনেদ খান। সম্প্রতি অনেক কথাই তিনি বলেছেন। তার মধ্যে রয়েছে ভারতের মাটিতে বিরাটকে তিনবারের আউট করার ঘটনা।
পাকিস্তানের এক ইউটিউব চ্যানেলে বসে জুনেদ জানিয়েছেন, শেষবার যখন ভারত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিলেন, তখনই তিনি বিরাটকে আউট করবেন বলে সর্তক করেছিলেন। ওই সিরিজে তিনবারই জুনেদের বলে আউট হয়েছিল কোহলি। সেই স্মৃতি এখন হাঁতরে চলেছেন পাক পেসার।
২০১২ সালে শেষবার ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল পাকিস্তান। ওই সিরিজে বিরাটের স্কোর ছিল শূন্য, ছয় এবং সাত। ভারতের মাটিতে ২-১ একদিনের সিরিজ জিতেছিল ভারত।