আগামী জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলির খেলা এক প্রকার নিশ্চিত। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার ব্যাপারে তাঁদের সম্মতি সেই রাস্তাকে আরও প্রশস্ত করেছে। বিশ্বকাপের দলে এই দুই সিনিয়র ক্রিকেটারের জায়গা পাকা থাকা দরকার বলে মনে করেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর।
সানির মতে, বিরাট-রোহিত দু জনে বিশ্বসেরা ব্যাটার তো বটেই, তাঁরা এই ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার। তাই এই দুই ক্রিকেটারকে ছাড়া বিশ্বকাপের দল ভাবা সম্ভব নয়। প্রাক্তন অধিনায়কের মতে, ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে রোহিত-বিরাট ছাড়া আর কোনও উপায় নেই ভারতের।
এগিয়ে ১১ তারিখ থেকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ আফগানিস্তান। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে এটাই শেষ সিরিজ খেলার সুযোগ পাবে টিম ইন্ডিয়া। আফগানিস্তান দল ঘোষণা করলেও, এখনও দল ঘোষণা করেনি ভারত।