বুধবার শুরু যুদ্ধ। তার আগেই আঘাতের খবর ভারতীয় শিবির থেকে। ওভালের অনুশীলন পিচে বাউন্স বুঝতে না পেরে আহত হয়েছেন বিরাট কোহলি-সহ একাধিক ভারতীয় ব্যাটার। তবে তাঁদের আঘাত খুব একটা গুরুতর নয় বলেই দাবি করেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রণ অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্টের ফাইনালের আগে ওভালের মাঠের অনুশীলন পিচেও রাখা হয়েছে ঘাসের প্রলেপ। আর তাতেই খানিক অসুবিধার মুখে পড়তে হয়েছে ভারতীয় ব্যাটারদের। অশ্বিন জানিয়েছেন, বল পড়ে হঠাৎ করেই লাফিয়ে উঠছে। যার ফলে নেট করতে গিয়ে অসুবিধা হচ্ছে।
টেস্ট ম্যাচ শুরুর আগেই নিজের সোশাল মিডিয়ার হ্যান্ডেলে পিচের ছবি পোস্ট করেছেন দীনেশ কার্তিক। তাতে দেখা যাচ্ছে সবুজ ওভাল। অনেকেই এই ছবি দেখে উদ্বেগও প্রকাশ করেন। তবে ওভালের পিচ কিউরেটর জানিয়েছেন, এই বাইশ গজে অনেক সুবিধা পাবেন ব্যাটাররা। প্রাথমিক পিচ দেখে অশ্বিনের দাবি, বোলাররা এই পিচে অনেকটাই এগিয়ে থাকবেন।
তবে ম্যাচের আগের দিন হঠাৎ করেই বুমরার না থাকার প্রসঙ্গ তুলেছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতের ভাঁড়ারে শামি-সিরাজ থাকলেও শাস্ত্রীর দাবি, এই পিচে বুমরাকে মিস করবেন দেশের ক্রিকেট ভক্তরা।