এশিয়া কাপের আগে নতুন লুকসে ধরা দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের সেই লুকস সামনে আসার পরই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নয়া হেয়ারকাটে (New Haircut) কেমন লাগছে বিরাটকে!
ইনস্টাগ্রামে একটি স্টোরিতে নিজের লুকস প্রকাশ্যে এনেছেন বিরাট নিজেই। বিরাট তরুণ প্রজন্মের কাছে স্টাইল আইকন। তাঁর এই নতুন লুকস যে উপমহাদেশে যে নয়া ট্রেন্ড সেট করবে, তা বলাই বাহুল্য। আলফাহাদ আহমেদ বিরাটের নতুন হেয়ারকাটটি করেছেন। ইনস্টাগ্রামে বিরাটের নতুন ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়।
আরও পড়ুন: ক্যারিবিয়ান মাটি থেকেই নতুন নজির, ক্রিকেটে প্রথম লাল কার্ড
বিরাটের সেই ছবি শেয়ার করছেন আলিম হাকিম। তাঁকেও একবার বিরাটের হেয়ারকাট করার জন্য সুযোগ চান তিনি। এশিয়া কাপে ইশান কিষাণের হেয়ারস্টাইল করেছেন আলিম হাকিম।মহেন্দ্র সিং ধোনির লুকে দেখা গিয়েছে ইশানকে।