আইপিএল শুরুর আগে পরিবারের সঙ্গে সময় কাটালেন বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রামে স্ত্রী অনুষ্কা ও কন্যা ভামিকার সঙ্গে সেই ছবি পোস্ট করলেন। সম্প্রতি ঋষিকেষ গিয়েছিলেন বিরাট। সেই টুরের ছবিই পোস্ট বিরাটের।
ছবিতে বিরাট, অনুষ্কা ও ভামিকা একটি ফুটব্রিজ পেরোচ্ছেন। বাঁশের সাঁকোর সেই ব্রিজ। অনুষ্কার পিঠে ভামিকা। আর পাশে বিরাট নিজে। ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করে বিরাট লিখেছেন, "সন্দেহের সব সাঁকো পেরিয়ে যাচ্ছি, ভালবাসার পথে।" বিরাটের এই পরিবারের ছবি ও ক্যাপশন মন জয় করে নিয়েছে নেটপ্রেমীদের।
রবিবার আইপিএলের প্রথম ম্য়াচে নামছে আরসিবি। ফর্মে ফেরার পর এবার প্রথম আইপিএল। এই টুর্নামেন্টেও আরসিবি-কে জয় এনে দিতে বদ্ধপরিকর বিরাট। এখনও একবারও আইপিএল জেতেনি টিম।