রবিবার চিন্নাস্বামীতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে নেটে রীতিমতো চেগে থাকতে দেখা গেল আরসিবি-র বড় ভরসা বিরাট কোহলিকে। তাঁকে দেখে স্পষ্টতই খুশি দলের অধিনায়ক ফাফ দুপ্লেসিও। তবে, এর মাঝেই ঘটল মজার ঘটনা। বিরাট কোহলির ভয়ে কার্যত সাক্ষাৎকার দিতেই পারলেন না দুপ্লেসি।
কারণটা কী জানেন? নেটে ব্যাট করার সময় এত জোরে জোরে ছয় মারছিলেন বিরাট যে, বল কোনদিকে উড়ে আসবে সেই সংশয় থেকেই সাক্ষাৎকার দিতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়েন দুপ্লেসি।
মুখে স্বস্তির হাসি নিয়েও বিরাটের স্ট্রোকে কোনওভাবে আঘাত না পেয়ে যান, সেই ভয়ও তাড়া করল আরসিবি অধিনায়ককে।