ক্রিকেটবিশ্ব এক নামে তাঁকে চেনে। যখন ব্যাট করতে নামেন, তাঁর ক্রিকেট প্রতিভা দেখে মুগ্ধ হয় আসমুদ্রহিমাচল। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ক্যারিবিয়ান প্রদেশের প্রাক্তন কিংবদন্তীরাও তাঁকে রাজার আসনে বসিয়েছেন। বর্তমান ক্রিকেটের একচ্ছত্র অধিপতি কিং কোহলি। নিউ ইয়র্কের টাইমস স্কয়্যারে এবার এবার 'কিং সাইজ' মূর্তি বিরাটের। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
T20 বিশ্বকাপ ও কোপা একই সঙ্গে চলছে। টাইমস স্কয়্যারে ক্রিকেট-ফুটবল যেন মিশে একাকার। এরকমই এক স্পোর্টস কার্নিভালে সোনালি রঙের বিরাটের এক মূর্তি দেখা যায় টাইমস স্কয়্যারে। যা দেখে আপ্লুত ক্রিকেট অনুরাগীরা।
তবে মনে করা হচ্ছে, এটি একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপন। প্রচার কৌশলের জন্য় এটি করা হয়েছে। কিন্তু বিরাটের ভক্তরা এই সোনালি রঙের বিরাটের এমন মূর্তি দেখে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কেউ লেখেন, গ্রেটেস্ট অফ অল টাইম। আবার কেউ লেখেন, কিং কোহলি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিরাটের মতো ক্রিকেটারের জন্য এমন জনপ্রিয়তা শোভা পায়।