গোঁদের উপর বিষফোঁড়ার মতো এবার চোটের কবলেও বিরাট কোহলি। নাগপুরে এই দুঃসংবাদ জানিয়েছেন খোদ ভারত অধিনায়ক রোহিত শর্মা। তা কোথায় চোট লেগেছে বিরাটের।
জামতায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের টস করতে এসে রোহিত জানান, হাঁটুতে চোট পেয়েছেন বিরাট। বুধবার অনুশীলের সময় এই চোট পেয়েছেন কোহলি। তাঁর হাঁটুতে স্ট্রাপ দেখা গিয়েছে। তাই তিনি টিম হার্ডেলেও যোগ দেননি।
সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বিরাটের এই চোট কতটা গুরুতর। ভারত অধিনায়কের দাবি, একটা ম্যাচ বিশ্রাম নিলেই হয়তো বিরাট ঠিক হয়ে যাবেন। কটক ম্যাচে তাঁকে পাওয়া যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রোহিত।
খারাপ ফর্ম কাটাতে রণজি ট্রফিতে নেমেছিলেন বিরাট। কিন্তু রেলের বিরুদ্ধে মাত্র ১৫ বল স্থায়ী হয়েছিল বিরাটের ইংনিস। সবাই ভেবেছিলেন নাগপুরে তাঁর ব্যাট থেকে রানের ফুলঝুড়ি ছুটবে। কিন্তু কোথায় কি, হাঁটুতে ব্যান্ডেজ এখন বিরাটের পায়ে।