যাবতীয় সমালোচনা, বিতর্ক পেরিয়ে অবশেষে ১২ বছর পর ফের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার থেকে রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে রেলের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি। সেই ম্যাচে সবার নজর শুধুমাত্র কিং কোহলির দিকেই।
২০১৪ সালে শেষবার ঘরোয়া ক্রিকেট খেলছিলেন বিরাট। সম্প্রতি অস্ট্রেলিয়ায় মহা ভরাডুবির পর বোর্ডের ফতোয়া তারকা হলেও, তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই ফতোয়ায় ইতিমধ্যেই মুম্বইয়ের হয়ে রণজি খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দুই ইনিংসেই ফ্লপ রোহিত।
ফলে বৃহস্পতিবার থেকে কোটলায় নজর থাকবে বিরাটের দিকেই। পাঁচ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছিলেন বিরাট। তারপর পুরো সিরিজেই তাঁর আসা আর যাওয়াই দেখেছেন ভক্তরা। দেশে ফেরার পরেই প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয়েছিল কোহলিকে।
যদিও কপিল দেব থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছেন। বিশ্বজয়ী কপিল দেব জানিয়েছেন, বিরাট কোহলির সমালোচনা করা তাঁর এক্তিয়ারের মধ্যে নেই। সৌরভের মতে, এই প্রজন্মের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। গত কয়েকদিন কোটলার নেটে নিজেকে উজার করে দিয়েছেন বিরাট।
১৫৫টি প্রথম শ্রেণির ম্যাচে বিরাটের রান ১১৪৭৯ রান। সর্বোচ্চ অপরাজিত ২৫৪। গড় ৪৮.২৩। ঝুলিতে ৩৭টি শতরান, ৩৯টি হাফ সেঞ্চুরি। এই পরিসংখ্যান নিয়েই ১২ বছর পর ঘরোয়া ক্রিকেটের বাইশ গজে ফিরছেন কিং কোহলি। রানে ফেরার জন্য ফিরিয়ে দিয়েছেন দিল্লির নেতৃত্ব।