T20 বিশ্বকাপ চলাকালীন আতঙ্কে বিরাট কোহলি। তাঁর হোটেলের ঘরের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অস্ট্রেলিয়ায় যে হোটেলে বর্তমানে আছেন বিরাট, তাঁর রুমের ভিডিয়ো বাইরে চলে এসেছে। প্রাক্তন ভারত অধিনায়কের প্রশ্ন, হোটেলে যদি কোনও নিরাপত্তা ও গোপনীয়তা না থাকে, তা হলে তা ভাববার বিষয়।
ইনস্টাগ্রামে বিরাট সেই ভিডিয়ো নিজে শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন কোহলির হোটেলের ঘরে ঢুকে ভিডিয়ো করছেন। ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত সামগ্রীর ভিডিয়ো তুলছেন। তাঁর জুতো, জামা-কাপড়, বিছানা, শৌচাগারের ভিডিয়োও করা হয়। ওই ভিডিয়োতেই দেখা যায় তিনজন কোহলির হোটেলের ঘরে রয়েছেন। ভিডিয়ো দেখে মনে করা হচ্ছে, তাঁরা হোটেলেরই কর্মী।
ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো প্রকাশ করে বিরাট লেখেন, "অনুরাগীরা সব সময় প্রিয় খেলোয়াড়কে দেখে আনন্দ পান। তাঁর সঙ্গে দেখা করতে চান। আমি তাঁকে সম্মান করি। কিন্তু এই ভিডিয়ো দেখে আমি আতঙ্কিত। আমার হোটেলের ঘরেই আমার গোপনীয়তা রক্ষা না হলে কোথায় হবে?" এই ঘটনায় যে বিরক্ত তিনি সাফ জানিয়ে দিয়েছেন বিরাট। ইনস্টাগ্রামে লেখেন, এই ধরনের ভালবাসা তিনি চান না। কারও ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। প্রত্যেকের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার অনুরোধ করেছেন বিরাট।