১২ বছর পর রনজি খেলতে এসে ব্যর্থ বিরাট কোহলি। মাত্র ৬ রানে হরিশ সাঙ্গওয়ানের ডেলিভারিতে ক্লিন বোল্ড হয়ে ফিরলেন। দিনের শুরুতেই ছিটকে গেল বিরাটের স্টাম্প। যা দেখে আক্ষেপ ক্রিকেটপ্রেমীদের।
রনজি ট্রফিতে দীর্ঘদিন পরে মাঠে নেমেছিলেন বিরাট। তাঁকে দেখার জন্য প্রথম দিনই গ্যালারি ভর্তি ছিল। প্রথম ইনিংসে ২৪১ রানে শেষ হয়ে যায় রেলওয়ে। শুক্রবার সকালে ব্যাট করতে নামে দিল্লি। ওপেনার অর্পিত রানা ১০ রান করে ফেরেন। আরেক ওপেনার সনত সাঙ্গওয়ান ৩০ রান করেন। তিনে নেমে ৩২ রান করে ফেরেন ইয়াশ ধুল। দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট। ৬ রানে বোল্ড হয়ে ফেরেন তিনি। তবে দিল্লির হয়ে হাফসেঞ্চুরি করেন আয়ূশ বাদানি। ৪০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে নিয়েছে দিল্লি।