পিঠে চোট। দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বিরাটের পরিবর্তে জোহানেসবার্গে টিমকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল (KL Rahul)। বিরাটের পরিবর্তে টিমে এলেন হনুমা বিহারী (Hanuma Vihari)। জোহানেসবার্গে (Johannesburg) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার।
এদিন টিমে দুটি পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকাও। অবসর নিয়েছেন কুইন্টন ডি-কক। তাঁর পরিবর্তে টিমে এলেন ক্রিকেটার কাইল ভেরেইন। উইয়ান মুলডারের পরিবর্তনে টিমে এলেন ডুয়ানে অলিভার।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে নামার আগে অধিনায়ক বিরাটের প্রশংসায় কোচ রাহুল দ্রাবিড়
সেঞ্চুরিয়নে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। জোহানেসবার্গে জিতলেই ইতিহাস তৈরি করবে ভারত। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও টেস্ট জেতেনি টিম।