বিরাট কোহলির আউট (Virat Kohli Out Controversey) নিয়ে বিতর্ক। কোটলার মাঠে প্রথম ইনিংসে আউট হন বিরাট। সঙ্গে সঙ্গে রিভিউ নেন। কিন্তু রিভিউতেও (DRS System) স্পষ্ট হয়নি আউট কিনা। মাঠের আম্পায়ার আউট দেওয়ার সিদ্ধান্তই কার্যকর থাকে। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরাট।
বল যখন কুনেম্যানের প্যাডে লাগে, সেই জায়গায় ব্যাটও ছিল। বল আগে ব্যাটে লাগলে, এলবিডব্লিউ হতেন না বিরাট। তৃতীয় আম্পায়ার নিশ্চিত না হতে পেরেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত কার্যকর রাখা হয়। ড্রেসিংরুমে ফিরেও ক্ষুব্ধ বিরাট।
আরও পড়ুন: দলকে এগিয়ে নিয়ে যেতে হবে, এক ১৮ নম্বর দায়িত্ব দিলেন অন্য ১৮ নম্বরকে
দিল্লির উইকেটে ভাল ব্যাট করছিলেন বিরাট। বিরাটের ব্যাটে বড় রান আশা করেছিলেন কোচ রাহুল দ্রাবিড়ও। কিন্তু সাজঘরে ফুঁসতে ফুঁসতে ফিরলেন বিরাট। মাত্র ৪৪ রান করলেন। ৭ উইকেট হারিয়ে চাপে ভারতও।