আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না বিরাট কোহলিকে। অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব দেওয়ার জন্য বাছা হলেও, নির্বাচকরা কোহলির কথা একেবারেই ভাবছেন না। বরং সেই জায়গায় ভাবা হচ্ছে ভারতীয় দলের তরুণ এক ক্রিকেটারকে।
দিন কয়েক আগেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসে ছিলেন বোর্ড কর্তা এবং নির্বাচকরা। সেখানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের নেতৃত্ব চান সকলে। কিন্তু কোহলির জায়গায় নিয়ে প্রকাশ করা হয়েছে সন্দেহ।
আগামী কিছুদিনের মধ্যেই কোহলির সঙ্গেও বৈঠক করতে পারেন বোর্ড কর্তারা। আপাতত কোহলির জায়গা নিশ্চিত নয় বরং তিন নম্বরে এমন একজন ব্যাটারকে ভাবা হচ্ছে যিনি শুরু থেকে চালাতে পারবেন। আর এই তিন নম্বরের জায়গা দখলে এগিয়ে রয়েছেন ঈশান কিষান।
নির্বাচকদের ইঙ্গিত, পরের আইপিএলে যদি কোহলি ভাল খেলতে পারেন তা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলিকে ভাবা যেতে পারে। তবে, টি-টোয়েন্টিতে খেলা নিয়ে কোহলি কী ভাবছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সেটাও শুনবেন বোর্ড কর্তারা।