দুরন্ত ছন্দে 'কিং কোহলি'(Virat Kohli's 45th Century)। বাংলাদেশের পর এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধেও শতরান বিরাটের। মঙ্গলবার তাঁর একদিনের কেরিয়ারের ৭৩তম শতরানটি করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক(Virat Kohli makes a ton)। মঙ্গলবারের গুয়াহাটিতে ৮৭ বলে ১১৩ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন বিরাট। তাঁর এই শতরানের সৌজন্যে ৭ উইকেট খুইয়ে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৩৭৩ রান। যদিও তাঁকে দু'বার জীবন ফিরিয়ে দেন শ্রীলঙ্কার(India vs Sri Lanka) ক্রিকেটাররা। ৫২ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলে দেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস(Kushal Mendis)। পরে তাঁর ক্যাচ ফেলেন স্বয়ং শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা(Dasun Shanaka)।
গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে এদিন বিরাটের কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ফ্লিকের দাপটে চোখে অন্ধকার দেখেন শ্রীলঙ্কার বোলাররা(Sri Lanka)। বিরাটের পাশাপাশি রানে ফিরলেন রোহিত শর্মাও(Rohit Sharma)। এদিন ৮৩ রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি। বর্ষাপাড়া স্টেডিয়ামে(Barsha Para Stadium) একদিনের কেরিয়ারের ৪৭তম অর্ধশতরান করেন রোহিত।