চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না রবীন্দ্র জাদেজা এবং কে.এল রাহুল। এদিকে, সদ্য প্রকাশ্যে এসেছে বিরাটের দ্বিতীয় বার বাবা হওয়ার খবর। ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ছুটিতে ছিলেন বিরাট। শোনা যাচ্ছে, বাকি তিনটে টেস্টেও বিরাটকে নাও পেতে পারে দল৷
Malda Fire: ভোররাতে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই মূল্যবান সামগ্রী
বর্তমানে দেশের বাইরে রয়েছেন বিরাট। BCCI-এর তরফে খুব শিগগিরই তাঁর সঙ্গে যোগাযোগ করা হবে বলে খবর৷ তবে বিসিসিআই-এর অবস্থান এক্ষেত্রে স্পষ্ট। প্রেস রিলিজে বলা হয়েছে, কোহলি যদি খেলার অবস্থায় থাকেন, তবেই খেলবেন। এদিকে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। তবে রাজকোট টেস্টে দলে ফিরতে পারেন রাহুল।