বিরাট শাস্তির মুখে কোহলি ?
প্রথম দিনেই সরগরম বক্সিং ডে টেস্ট। মেলবোর্নে বিরাটের বিরুদ্ধে অভিযোগ, অজি ব্যাটার স্যাম কনটাস ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার। ম্যাচের বয়স ছিল তখন মাত্র ১০ ওভার। চেঞ্জ ওভারের সময় কনটাসের কাঁধে ধাক্কা দেন বিরাট। প্রতিবাদ করেন অজি ব্যাটার। পাল্টা রক্তচক্ষু দেখানোর অভিযোগ কিং কোহলির বিরুদ্ধে।
এই ঘটনার পরেই কোহলির বিরুদ্ধে শ্লেষ উড়ে এসেছে কমেন্ট্রি বক্স থেকে। ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ইংরেজ মাইকেল ভন। ম্যাচ সম্প্রচারের সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, কোহলির মতো সিনিয়র ক্রিকেটারের এমন আচরণ শোভা পায় না। সুনীল গাভাসকর থেকে রিকি পন্টিং, সবাই এই ঘটনার নিন্দা করেছেন। দু জনের শাস্তি দাবি করেছেন গাভাসকর।
মজা কর। অভিষেক টেস্টের আগে মেলবোর্নে স্যামকে এই পরামর্শ দিয়েছিলেন তাঁর অধিনায়ক প্যাট কামিন্স। মেলবোর্নে অভিষেক ম্যাচে সেই মজাটাই করলেন ১৯ বছরের এই অজি ক্রিকেটার। প্রথম ম্যাচে ৬৫ বলে ৬০ রান করে আউট হলেন তিনি। মাঠ ছাড়ার আগে রেখে গেলেন এক বিতর্ক। যার জল কোন দিকে গড়াবে, তা দেখতেই বিশ্ব ক্রিকেট তাকিয়ে আইসিসির দিকে।
চতুর্থ টেস্টে টস দিতে মেলবোর্নে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। ভারতীয় দলে একটি পরিবর্তন। শুভমন গিলের জায়গায় ওয়াশিংটন সুন্দর। যা নিয়ে আবার অধিনায়ক রোহিত শর্মার উপর ক্ষুব্ধ নেটিজেনরা। এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন উসমান খোয়াজাও।