ওয়েম্বলির আসনে কিং বিরাট। জমিয়ে উপভোগ করলেন এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ডার্বি। আর কয়েকদিন পরেই ওভালের মাঠে শুরু হবে টেস্টের বিশ্বযুদ্ধ। তার আগে চাপমুক্ত থাকতে ফুটবলকে উপভোগ করলেন বিরাট। সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা এবং ভারতীয় ক্রিকেটের নতুন বিরাট শুভমন গিল। ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যান সিটি। মূলত তাঁর স্পনসরের আমন্ত্রণে ফুটবল মাঠে গিয়েছিলেন কোহলি।
রাজার মাঠে রাজকীয় খেলা। সাতই জুন ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। গতবার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল বিরাটের ভারত। এবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ রোহিতের ভারত। সদ্য আইপিএল খেলে ইংল্যান্ড গিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। আইপিএল শেষ হওয়ার আগেই প্রথম ব্যাচ ভারত ছেড়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়।
এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার থেকে ভারতকেই এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন গ্রেগ চ্যাপেল। কেন এই দলে হার্দিক নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিকি পন্টিং। তবে ওভালে বল পড়ার আগে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার নাসের হুসেন। অ্যাসেজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ভাল নেট প্র্যাকটিস বলেই দাবি নাসেরের।