দীর্ঘদিন রান পাচ্ছেন না। আইপিএলেও ফর্মে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে T20 সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলিকে। আইপিএল শেষ হওয়ার পর ঘরের মাঠে ৯ জুন থেকে শুরু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজ।
গত ২ মাস বায়ো বাবলে আছেন বিরাট। BCCI সূত্রে খবর, নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বিরাটকে বিশ্রাম দিতে পারেন। BCCI-এর এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, "দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকবেন বিরাট কোহলি। দীর্ঘদিন ধরে ক্রিকেটের মধ্যে আছেন বিরাট। অনেকটা সময় বায়ো বাবলে কাটিয়েছেন।"
খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট। একেবারেই ভাল ফর্মে নেই দেশের এক নম্বর ব্যাটসম্যান। এবার আইপিএলে তাঁর পারফরম্যান্সও সেই ইঙ্গিত দিয়েছে। গত ৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটেও কোনও সেঞ্চুরি পাননি বিরাট।