২০২২ সালে বিশ্বের নজরকাড়া অ্যাথলিটের তালিকায় স্থান পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বের সেরা অ্যাথলিটদের মধ্যে সাত নম্বরে উঠে এলেন বিরাট। এই তালিকায় শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আছেন সেরেনা উইলিয়ামস, লিওনেল মেসিও।
বিশ্বের নজরকাড়া অ্যাথলিটদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে প্রথম দশে স্থান পেয়েছেন বিরাট কোহলি। স্পোর্টস প্রো ২০২২- এর সূত্র মারফৎ জানা গিয়েছে এই বছর সেরা নজরকাড়া অ্যাথলিটদের মধ্যে সবার আগে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম। এরপরই আছেন সদ্য অবসর নেওয়া টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তিন নম্বরে আছে রেসার লুইস হ্যামিলটনের নাম। চারে আমেরিকান বাস্কেটবল তারকা লিব্রন জেমস। পাঁচে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ছয়ে জাপানের টেনিস তারকা নাওমি ওসাখা। সাত নম্বরে বিরাট কোহলি। আটে আমেরিকান মহিলা দলের ফুটবলার অ্যালেক্স মর্গান। নয় নম্বরে আছেন সাম কের ও দশে টম ব্র্যাডি।
আরও পড়ুন: জন্মদিনে বাবর আজমকে উপহার গাভাস্কারের, পাক অধিনায়ককে বিশ্বকাপের টিপসও
সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৩১০ মিলিয়ন ফলোয়ার আছে বিরাটের। একমাত্র ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বসেরাদের মধ্যে উঠে এলেন বিরাট। এবার বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের দিকেও নজর থাকবে ক্রিকেটবিশ্বের।