T20 বিশ্বকাপের দল ঘোষণা হতে কয়েকসপ্তাহ বাকি। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি, আইপিএলের মাঝেই বৈঠকে বসেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলিও সেই বৈঠকে ছিলেন বলে জানা গিয়েছে। বৈঠকে বিরাট বোর্ডের কাছে জানতে চেয়েছেন, বিশ্বকাপে তাঁর ভূমিকা ঠিক কী থাকবে। বোর্ড জানিয়ে দিলে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন বলেও জানান বিরাট।
মুম্বইয়ের বৈঠকে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে নিয়ে আলোচনা হয় আগরকর-দ্রাবিড়ের। বোর্ড চাইছে বিশ্বকাপে বিরাট ওপেন করুন। রোহিতের সঙ্গে বিরাট থাকলে দলের শক্তি বাড়বে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুভমান গিলকে বিকল্প ওপেনার হিসেবে রাখার কথাও ভাবা হয়েছে।
আইপিএলে গত কয়েক বছর ধরেই ওপেন করছেন বিরাট কোহলি। এবার আইপিএলে এখনও পর্যন্ত কমলা টুপির মালিক। তাই T20 বিশ্বকাপে তাঁকে ওপেন করাতে পারে বোর্ড। তার আগে নিজের ভূমিকা নিয়ে জানতে চাইলেন বিরাট কোহলি।