ঘরের মাঠে বিশ্বকাপের ধকল কী দক্ষিণ আফ্রিকা সিরিজেও ? তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বোর্ডের অন্দর থেকে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলছেন না বিরাট কোহলি। তাঁর পথেই হাঁটতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। ওই সূত্রেই দাবি করা হয়েছে, দু জনেই ফিরতে পারেন একেবারে টেস্ট ম্যাচ থেকে।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যর নেতৃত্বে টি-টোয়েন্টিতে খেলছে ভারতের নতুন দল। সিংহ দেশেও সাদা বলের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু শোনা যাচ্ছে এই সিরিজ খেলতে চাইছেন না ভারতীয় ক্রিকেটে রো-কো জুটি। তাঁরা দু জনেই বোর্ডের থেকে বিশ্রাম চেয়েছেন।
১০ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরু হচ্ছে ভারতের পূর্ণ সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শেষ হলেই হয়তো ঘোষণা করা হবে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল।