দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। আর এই সিদ্ধান্তের জন্য বিরাটের (Virat Kohli) কৃতিত্ব নেহাত কম নয়। এমনটাই জানাচ্ছেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সের (LA28) আয়োজক কমিটির প্রধান নিকোলো ক্যাম্পরিয়ানি।
নিকোলোর কথায়, বিশ্বক্রিকেটের অন্যতম আইকন বিরাট কোহলি। যার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা তাবড় তাবড় ক্রীড়াবিদদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। আর বিরাটের এই বিপুল সংখ্যক ফলোয়ার্স শুধু ক্রিকেট মহলের জন্য লাভজনক।
লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেট থাকবে কি না, তা নিয়ে ভোটাভুটির আয়োজন করা হয়েছিল সোমবার। সেখানেই ক্যাম্পরিয়ানি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় বিরাটের ফলোয়ারের সংখ্যা ৩১৪ মিলিয়ন। যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। এমনকি লেব্রন জেমস, টম ব্রেডি, টাইগার উডসের মিলিত ফলোয়ার্স সংখ্যার থেকেও বেশি।'
আরও পড়ুন - বিশ্বকাপে মানকার্ডিংয়ের সুযোগ, কুশল পেরেরাকে সর্তক করে ছেড়ে দিলেন স্টার্ক
এছাড়াও তিনি বলেন, 'বিরাটের এই বিপুল সংখ্যক ফলোয়ার্স ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স নয় আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি এবং ক্রিকেট মহলের জন্য লাভজনক।'