BCCI WAGS : মাঠে খেলবেন বিরাট-রোহিত, বাড়িতে থাকবেন বউরা, গুরু গম্ভীর জমনায় ফের ফতোয়া

Updated : Jan 16, 2025 17:08
|
Editorji News Desk

ভারতীয় ক্রিকেট কি গ্ল্যামার হারাতে চলেছে ?

গ্যালারিতে আর কি দেখা যাবে WAGS-দের। ভারতীয় ক্রিকেটের WAGS মানে ঋতিকা সচদেবা, অনুঙ্কা শর্মা, আথাইয়া শেঠীরা। বিদেশ সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের উপস্থিতির উপর এবার বেড়ি পরাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

কিন্তু কেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে রজার বিনি অ্যান্ড কোম্পানি ? তার কারণ, অস্ট্রেলিয়ায় খারাপ ফল। আর এই খারাপ ফলের ময়নাতদন্তে বসে বোর্ড কর্তারা নাকি বুঝতে পেরেছেন এই সফরে মাঠের থেকে ক্রিকেটারদের বেশি ফোকাস ছিল মাঠের বাইরে। যার কারণে, গত ১০ বছরে এই প্রথম বর্ডার-গাভাসকর ট্রফি সিডনিতে রেখেই মুম্বই ফিরেছে ভারতীয় দল। 

ভারতীয় ক্রিকেটে গ্ল্যামার হরণ কিন্তু এই প্রথম নয়। গাভাসকর, কপিলদেবের আমলেও গ্যালারিতে খুব কমই দেখা যেত রোমি, মার্সেলিনদের। রসিকতা করে একবার নভজ্যোত সিধু জানিয়েছিলেন, একবার ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর তাঁর স্ত্রী জানিয়েছিলেন, আর কয়েকদিন পর ফিরলে বড় ছেলে করণ তাঁকে কাকা বলে ডাকতেন। 

গ্যালারিতে ভারতীয় ক্রিকেটে WAGS । ভারতীয় ক্রিকেটে এই সংস্কৃতির শুরু গুরু গ্রেগের আমল থেকে।  জন রাইট-সৌরভ কম্বিনেশনে কদাচিত দেখা যেত ডোনা গঙ্গোপাধ্যায়, বিজেয়েতাকে। ভারতীয় ক্রিকেটে নতুন হাওয়া আনতে গিয়ে গুরু গ্রেগ গড়েছেন আবার ভেঙেছেন। তাঁর আমলে অবশ্য বিজেয়েতা দ্রাবিড় নন, ফাস্ট লেডি ছিলেন জুডিথ চ্যাপেল। 

এই ধারাই এতদিন চলছিল। কিন্তু সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফর যেন ভারতীয় ক্রিকেটের কাছে নয়া বাঁক হতে চলেছে। সম্প্রতি গৌতম গম্ভীরকে নিয়েই অস্ট্রেলিয়া সফরের ময়নাতদন্ত করতে বসেছিলেন বিসিসিআই কর্তারা। সেখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে, এবার থেকে যে বিদেশ সফর ৪৫ দিনের বেশি হবে, সেখানে ১৪ দিনের বেশি ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা থাকতে পারবেন না। 

যে বিদেশ সফরের মেয়াদ হবে ৪৫ দিনের কম, সেই সফরে স্ত্রী ও বান্ধবীদের জন্য বরাদ্দ মাত্র সাতদিন। এবার থেকে বিদেশ সফরে টিম বাসেই যাতায়াত করতে পারবেন ক্রিকেটাররা, আলাদা করে গাড়ি ব্যবহার করা যাবে না। টিম বাসে ক্রিকেটার ও কোচিং স্টাফ ছাড়া বাকিরা কেউ উঠতে পারবেন না। একজন ক্রিকেটার পিছু বিদেশ সফরে তাঁর ১৫০ কেজি লাগেজের খরচ দেবে বোর্ড, ওজন বেশি হলে সেটা হবে ক্রিকেটারের। 

বিরাট কোহলি তখন ভারত অধিনায়ক। ড্রেসিংরুমে তাঁর সঙ্গে কোচ রবি শাস্ত্রীর হানিমুন পিরিয়ড। তার আগেই অবশ্য বিরাট-অনুষ্কার প্রেম নিয়ে চলছে নানা জল্পনা। কখনও তাঁরা একসঙ্গে, আবার তাঁরা দূরে দূরে। এমন অবস্থায় তাঁদের বিয়েও হয়ে গেল। 

সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ড্রেসিং রুমের গল্প বলতে গিয়ে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সামনে এনেছেন, ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ফাস্ট লেডি অনুঙ্কা শর্মার ভারতীয় ড্রেসিং রুমে যোগ দেওয়ার কথা। একদিন তাঁকে নাকি স্ত্রীকে নিয়ে হোটেলে থাকার অনুরোধ করেছিলেন বিরাট। কেন বিদেশ সফরে স্ত্রীকে পাশে প্রয়োজন, সেই কথা তৎকালীন কোচ শাস্ত্রীকে জানিয়েছিলেন বিরাট। বিরাটের সেই ব্যাখায় মুগ্ধ হয়েছিলেন রবিও। 

কিন্তু সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সফর এই সব গল্প কার্যত অতীত হতে চলেছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। কারণ, রজার বিনিরা এবার রোহিত-বিরাটদের থেকে প্রেম নয়, চান অনুশাসন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই হয়তো ফ্যাকাসে হতে চলেছে ভারতীয় ক্রিকেটের গ্যালারি। 

কারণ, বিদেশ সফরে আর WAGS-দের দেখা যাবে না ! হায় ভারতীয় ক্রিকেট। 

BCCI

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও