বিরাট কোহলি (Virat Kohli) ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রশংসা করলেন শেন ওয়াটসন (Shane Watson)। আইপিএলে (IPL) দুই প্রাক্তন ভারত অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন তিনি। ওয়াটসনের মতে, বিরাট সুপারহিউম্যান। আর এম এস ধোনির শিরা যেন বরফের মতো শীতল।
আইপিএলে বিরাটের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলেছেন ওয়াটসন। বিরাট সম্পর্কে তিনি জানান, বিরাট কোহলি তাঁর কাছে সুপার হিউম্যান (Super Human)। তিনি জানেন, কীভাবে তাঁর পাশের প্লেয়াদের চাঙ্গা করতে হয়। মাঠের বাইরে মানুষ হিসেবেও বিরাটের প্রশংসা করেন ওয়াটসন। পাশাপাশি সিএসকের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা করেন। ওয়াটসনের মতে ধোনি শীতল মস্তিষ্কের ক্রিকেটার। তিনি টিমের ক্রিকেটারদের ওপর ভরসা করতেন। নিজের পারদর্শিতার ওপর বিশ্বাস করতে হবে, এটাই শেখাতেন ধোনি। ওয়াটসন বলেন, "ধোনি মাঠে ইনস্টিক্ট ব্যবহার করেন। ও বিশ্বাস করে, প্লেয়াদের মাঠে পরিস্থিতি অনুযায়ী যেটুকু পারফরম্যান্স করার, তাঁরা ঠিক করবেন।"
আরও পড়ুন: ছিটকে গেলেন সূর্যকুমার, দীপক! শ্রীলঙ্কা পাবে না হাসারাঙ্গাকে
বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও মন্তব্য করেন রোহিত শর্মা। তাঁর মতে, রোহিত খুব সহজেই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন। ওয়াটসন জানান, মুম্বই ইন্ডিয়ান্সের নেতা হিসেবে কোনও কিছুকেই পরোয়া করেন না রোহিত। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ও T20 সিরিজ জিতিয়েছেন দেশকে। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি।