শিয়রে বিশ্বকাপ। কিন্তু তার আগে কেরল নয়, মুম্বই ফিরলেন বিরাট কোহলি। কিন্তু কেন ? শোনা যাচ্ছে স্ত্রী অনুষ্কার শর্মার অসুস্থার খবরেই নাকি মুম্বইয়ে বাড়ি ফিরছেন বিরাট।
মঙ্গলবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তিরুবনন্তপুরমে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। যদিও বিরাটের মুম্বই ফেরা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন : ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা ! বাবা হতে চলেছেন বিরাট কোহলি
গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছিল ভারতের। মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে এই ম্যাচে বিরাট খেলবেন কীনা, তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, খুব সম্ভবত দ্বিতীয়বার বাবা হতে চলেছেন কিং কোহলি। অন্তঃসত্ত্বা স্ত্রীর সমস্যার কথা জেনেই হয়তো মুম্বইতে ফিরে আসতে হয়েছে বিরাটকে। যদিও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বিরাট বা অনুষ্কা কেউই।