ভারতের ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। ভারতের হোম ম্যাচগুলি মোবাইলে দেখা যাবে জিয়ো সিনেমা-তে। আইপিএলও মোবাইলের সম্প্রচার স্বত্বও জিও সিনেমা। আগামী ৫ বছরের জন্য এই সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে স্পোর্টস ১৮।
এই নিয়ে টুইট করেছেন বোর্ড সভাপতি জয় শাহ। তিনি টুইট করে লেখেন, "আগামী পাঁচ বছর ভারতের ঘরের মাঠে হওয়া খেলার সম্প্রচার স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮। ওদের শুভেচ্ছা। ছেলে ও মেয়েদের আইপিএলের পর বোর্ডের সঙ্গেও চুক্তি করল এই সংস্থা।"
আরও পড়ুন: চাপ যাঁর, ম্যাচ তাঁর, এশিয়া কাপে পাক ম্যাচের আগে এই উপলব্ধি কার ?
স্পোর্টস ১৮ চ্যানেলে আগামী বছর অলিম্পিক্সও দেখানো হবে। সেরি এ, লা লিগা, লিগা ১-এর মতো ফুটবল লিগগুলিকেও স্পোর্টস ১৮-এ দেখা যাবে।