অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে আসছে দেশ-বিদেশের রথী-মহারথীরা। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপ্লুত ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। মঙ্গলবার নিজের আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। পাশাপাশি একটি আবেগঘন পোস্ট করেন।
প্রসাদ জানান, ২২ জানুয়ারি, দীর্ঘদিনের আশা পূরণ হচ্ছে। রাম মন্দিরের উদ্বোধন। দারুণ মুহূর্ত। জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলা যেতে পারে। এই আমন্ত্রণপত্রের জন্য ধন্যবাদ।
আরও পড়ুন: খোয়া গেল ব্যাগি গ্রিন টুপি, ফেরত পেতে পুরস্কার ঘোষণা ডেভিড ওয়ার্নারের
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাতদিন ধরে চলবে অনুষ্ঠান। ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত রাম মন্দির উদ্বোধনের একাধিক কাজ সম্পন্ন করবে মন্দিরের ট্রাস্ট।