ফাইনালের আগেই ফাইনাল ।
দুবাই তৈরি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালের জন্য। ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্যাচ। প্রাক্তনদের মতে, এই ম্যাচটাই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসল ম্যাচ। ২০২৩ সালের ১৯ নভেম্বর, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের পর ৫০ ওভারের ফরম্যাটে এবার দুবাইয়ে মহারণ।
রবিবার মরুশহরে মিথ ভেঙেছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে রান তাড়া করে জিতেছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে শুভমনের শতরান। আর পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের সেঞ্চুরি। কিউইদের বিরুদ্ধে এই পিচে টিম ইন্ডিয়ার নায়ক রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।
প্রশ্ন উঠছে, দলে পাঁচ স্পিনার নিয়ে দুবাই গিয়ে বরুণকে বসিয়ে রাখার কী অর্থ ? প্রাক্তনদের দাবি, ঠিক ম্যাচেই হয়তো ব্যবহার করা হয়েছে বরুণকে। কারণ, বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে তামিলনাড়ুর এই স্পিনারকে ব্যবহার করলে হয়তো রহস্য ভেদ হয়ে যেতে পারত। কিন্তু কিউইদের বিরুদ্ধে বরুণকে ব্যবহার করা সেফ মনে হয়েছে টিম ম্যানেজমেন্টের। যার নিট ফল ৪২ রানে বরুণের পাশে পাঁচ উইকেট।
দক্ষিণ আফ্রিকা না অস্ট্রেলিয়া ?
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে কাকে পেলে ভারতের সুবিধা হত। নিউজিল্যান্ড ম্যাচের আগে এই গুঞ্জন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু কিউইদের বিরুদ্ধে ৪৪ রানে জয়ের পর সেই প্রশ্ন আর নেই। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
এই ম্যাচ খেলতে নামার আগে ভারতের পয়লা নম্বর চিন্তার কারণ ফিল্ডিং। কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে উইকেটের পিছনে লোকেশ রাহুলের তথইবচ অবস্থা ভারত অধিনায়ক রোহিত শর্মার ঘুম কেড়ে নিতে পারে। ফলে, সম্ভাবনা তৈরি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ঋষভ পন্থের দলে ফেরার।
ভারত এই ম্যাচ খেলতে নামার আগে এক অন্য বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক তৈরি হয়েছে রাজনীতির বাইশ গজে। কিউইদের হারানোর পর প্রতিক্রিয়া কংগ্রেসের মুখপাত্রা শামা মহম্মদের অভিযোগ, ক্রীড়াবিদ হিসাবে বড়ই স্থূল রোহিত শর্মা। এই মন্তব্যের পর তোপের মুখে কংগ্রেস। বিজেপির পাল্টা দাবি, ভারত অধিনায়ক সম্পর্কে এ কি ভাষা !
তর্ক-বিতর্ক যাই হোক না, দুবাইয়ের মাঠে প্রথম সেমি ফাইনালের আগে সেট হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালের রিং-টোন। আর তা হল বরুণ বনাম অস্ট্রেলিয়া।