জম্মু এক্সপ্রেস। এই নামেই পরিচিত উমরান মালিক। সোমবার গুয়াহাটিতে প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিহাস তৈরি করলেন তিনি। ১৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করলেন। সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় বোলার হিসেবে যা দ্রুততম।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪তম ওভারে এই রেকর্ড গড়েন উমরান। এর আগে ভারতীয় বোলার হিসেবে দ্রুততম বোলিংয়ের নজির ছিল জসপ্রিত বুমরার। তাঁর ডেলিভারি ১৫৩.৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর বোলিং এখনও পর্যন্ত ভারতীয় বোলারদের মধ্যে দ্রুততম।
ওয়ানডে, আইপিএল ও টি২০ ম্যাচে এখনও সর্বাধিক গতিতে বল করার রেকর্ড উমরানের দখলেই। আইপিএলে ১৫৭ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করেছিলেন উমরান।