কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা ছিটকে গিয়েছেন। নেই বিরাট কোহলিও। এরই মধ্যে ভারতীয় দলে প্রথমবার ডাক পেলেন দুই ক্রিকেটার। একজন প্রথম শ্রেণির ক্রিকেটে পরিচিত মুখ সরফরাজ খান। অন্যজন উত্তরপ্রদেশের অলরাউন্ডার সৌরভ কুমার। সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দরও।
সোমবার দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বোর্ড। এই দলেই সুযোগ পেয়েছেন তাঁরা। দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট টিমের দরজা খুলেছে সরফরাজ খানের সামনে। ঘরোয়া ক্রিকেটে একের পর এক বড় ইনিংস খেললেও তিনি সুযোগ পাননি। এবার কে এল রাহুলের পরিবর্তে দলে এলেন তিনি। জাদেজার পরিবর্তে এসেছেন সৌরভ। তিনিও বাঁ-হাতি অলরাউন্ডার। তিনিও প্রথমবার জাতীয় শিবিরে ডাক পেলেন। ওয়াশিংটন সুন্দর এর আগেও জাতীয় শিবিরে খেলেছেন।
দল
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত (কিপার), ধ্রুব জুরেল (কিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান, রজত পাতিদার, সরফরাজ খান, সৌরভ কুমার, ওয়াশিংটন সুন্দর