যে দক্ষিণ আফ্রিকা থেকে বোনেরা বিশ্বকাপ জিতেছে, সেই দেশেই এবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলেন দিদিরা। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে ফাইনালে উঠলেন হরমনপ্রীতরা। ফাইনালে ভারতের প্রতিপক্ষ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। মূলত দীপ্তি শর্মার স্পিনের কাছে এদিন হোঁচট খান ক্যারিবিয়ান ব্যাটাররা। ১১ রান দিয়ে তিন উইকেট নেন বাংলার দীপ্তি। ওয়েস্ট ইন্ডিজ আটকে যায় ৯৪ রানে। বাফেলো পার্কে সহজেই এই ম্যাচ বার করেন জেমাইমা রগরিগেজ।
তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে ওঠার চেয়ে এই সিরিজ ভারতীয় মহিলা দলের কাছে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের জন্য। আর কয়েকদিন পরেই মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তার আগে নিজেদের ফের একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন স্মৃতি, রাজেশ্বরীরা।
এদিকে বিশ্বকাপ জয় করে দেশে ফিরেই ছুটি নেই শেফালি বর্মা ও রিচা ঘোষের। কারণ দু জনেই উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়। একদিনের সিরিজে স্মৃতির সঙ্গে ফের ওপেন করতে দেখা যাবে শেফালিকেই।