ধর্মঘটের কারণে বেঙ্গালুরুতে ক্যাব সার্ভিস বন্ধ ছিল। এর জেরে সপ্তাহের প্রথম দিনেই দারুন ভোগান্তির শিকার হয়েছিলেন বেঙ্গালুরুবাসী। এদিকে সোমবার বিমানবন্দরে নেমে একই সমস্যার মধ্যে পড়েন ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে।
India Vs Pakistan : বিরাট-রাহুলের শতরান, পাকিস্তানের সামনে ৩৫৭ রানের টার্গেট রাখল ভারত
পরিবহণ ধর্মঘটে রাস্তায় গাড়ি ঘোড়ার দেখা নেই। শুধু চলছে কয়েকটি সরকারি বাস। প্রাক্তন ক্রিকেটার BMTC-র বাসে চেপেই ফিরলেন বাড়ি। সোশ্যাল মিডিয়া সাইট X এ অনিল কুম্বলে সেই ছবি শেয়ার করতেই নিমেষে হয়েছে ভাইরাল।