IPL 2022: এবারের আইপিএলে সম্ভাব্য সেরা ৫ বোলার কারা? হদিশ দিল Editorji বাংলা

Updated : Feb 11, 2022 15:40
|
Editorji News Desk

আইপিএল(IPL 2022) মূলত ব্যাটারদের মহারণ হলেও যেকোনও সময় খেলা ঘোরাতে পারেন বোলাররাও। আইপিএলের(IPL 2022) মেগা নিলামের আগে এমনই ৫ বোলারের তালিকা রাখা হল, যাঁরা যেকোনও সময় বিপক্ষকে পর্যুদস্ত করতে পারেন।

কাগিসো রাবাডা

দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলারকে ফ্র্যাঞ্চাইজির কাছে আলাদা কোনও পরীক্ষা দিতে হবে না। রাবাডার(Kagiso Rabada) সাম্প্রতিক পারফরম্যান্সই তাঁকে নিলামের দৌড়ে অনেকটাই এগিয়ে রাখবে। দিল্লি ক্যাপিটালসের(Delhi Capitals) মূল অস্ত্র রাবাডার বিধ্বংসী ইয়র্কার ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। এর পাশাপাশি ডেথ ওভারেও রাবাডাকে বড় শট মারা যথেষ্টই কঠিন।‌

আবেশ খান

দিল্লি ক্যাপিটালসের এক তরুণ তুর্কি আবেশ খান(Avesh Khan)। ২০২১ মরসুমে বল হাতে দুরন্ত পারফরম্যান্সের ফলে তাঁকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলে রাখা হয়। ২৫ বছর বয়সী এই জোরে বোলার আইপিএলের গত মরসুমে ২৪টি উইকেট দখল করেন। হার্শাল প্যাটেলের(Harshal Patel) পরেই দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে আইপিএল ২০২১ মরসুম শেষ করেন তিনি।

ওয়াশিংটন সুন্দর

আইপিএল বোলারদের তালিকায় পিছিয়ে নেই স্পিন বোলাররাও। সেরা পাঁচ বোলারের তালিকায় তৃতীয় স্থানে রাখতে হবে ওয়াশিংটন সুন্দরকে(Washington Sundar)। চোটের কারণে দীর্ঘ ১০ মাস মাঠের বাইরে থাকার পর বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স দিয়ে আবার সকলের নজর কেড়ে নেন ওয়াশিংটন সুন্দর। এর ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলে জায়গা করে নেন। অফ স্পিন বোলিংয়ের পাশাপাশি পার্টটাইম ব্যাটার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে দলে নিতে চাইবে যেকোনও ফ্র্যাঞ্চাইজি।

প্রসিদ্ধ কৃষ্ণা

প্রসিদ্ধ কৃষ্ণা(Prasidh Krishna) হলেন আরেক বোলার যিনি সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ধারাবাহিক ভালো খেলার ফলে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁর অভিষেক ঘটে। এবারের নিলামে তিনি নিজের দাম ধার্য করতে পারেন প্রায় ১ কোটি টাকা। স্লোয়ার বল কৃষ্ণার বোলিংয়ের মূল অস্ত্র।

ট্রেন্ট বোল্ট

আইপিএলের সেরা বোলারদের তালিকায় অন্যতম হলেন কিউয়ি পেসার ট্রেন্ট বোল্ট(Trent Boult)। মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের মূল অস্ত্র ছিলেন এই জোরে বোলার। আইপিএলের বিগত দুটি মরসুমে তিনি ৩৮টি উইকেট নেন। ডেথ ওভারের জন্য তাঁকে দলে নিতে চাইবে যেকোনও ফ্র্যাঞ্চাইজি। 

আর পড়ুন- IPL 2022: এবারের আইপিএলে সম্ভাব্য সেরা ৫ ব্যাটার কারা? হদিশ দিল Editorji বাংলা

RabadaWashington SundarIPL 2022Trent BoultAvesh Khan

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও