প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গসফরে বিজেপির ভোটবাক্সে প্রভাব পড়বে না। গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। জানালেন, বিজেপির প্রধান বিরোধী তৃণমূল।
এদিন শিলিগুড়ির কাওয়াখালিতে সরকারি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বিজেপির জনসভায় যোগ দিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি। তারই পাল্টা দিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, "আগেও দেখা গিয়েছে, বারবার বঙ্গসফর করেছেন। যতবার বাংলার মানুষের কাছে আসবেন, ততবার মানুষ বিজেপিকে ভোট না দেওয়ার সিদ্ধান্তে দৃঢ় হবেন।"
কুণাল ঘোষের মতে, "বিজেপি নেতারা বারবার রাজ্যে এলে তাঁদের মানুষ বিরোধী নীতি প্রকাশ্যে এসে যাবে। কেন্দ্র যে রাজ্যবাসীদের টাকা আটকে রেখেছে, সেটা বারবার মনে পড়ে যাবে মানুষের।"