অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। এবার ৪ ওভারে ৬ রানই দিলেন। তুলে নিলেন শ্রীলঙ্কার ৩ উইকেট। তিতাস সাধু যখন চিনের হাংঝৌতে এই পারফরম্যান্স করছেন, সেই সময় চুঁচুড়ায় সাধু পরিবার উচ্ছ্বাসে ভাসছে। সিনিয়র দলে সুযোগ পাওয়া এবার তাঁর সময়ের অপেক্ষা। মনে করছেন তিতাসের কাকা রক্তিম সাধু।
তিতাসের কোচ দেবদুলাল রায় চৌধুরী বলেন, "আশা করেছিলাম, তিতাস ভাল খেলবে। ফাইনালে ছন্দে ছিল, এটাই বড় ব্যাপার। চাপের মুখে স্বাভাবিক থাকতে পারে, এটাই ওর সবথেকে বড় গুণ।"
আরও পড়ুন: ৪ ওভারে ৩ উইকেট, বড় মঞ্চে ফের সফল বাংলার তিতাস সাধু