বৃহস্পতিবার ফের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে নামছে কেকেআর। বুধবার ইডেনে কড়া রোদে অনুশীলন করল দুই দল। হঠাৎ মাঠে ইংল্যান্ডের জাতীয় শিবিরের দুই সতীর্থের সঙ্গে দেখা হয়ে গেল কেকেআরের ওপেনার জেসন রয়ের। ছবিও তুললেন তাঁরা। কেকেআরের টুইটার অ্যাকাউন্টে সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, "আমাদের শহরে থ্রি জে। একদম জবরদস্ত।"
জেসন রয়ের সঙ্গে ছিলেন রাজস্থান রয়্যালের জো রুট ও জস বাটলার। এবার আইপিএলে দুরন্ত ফর্মে আছেন বাটলার। জো রুটও টিমে যোগ দিয়েছেন। ইডেন গার্ডেন্সে অনুশীলনের সময় একসঙ্গে আড্ডা মারলেন তিন সতীর্থ।
এবার কেকেআর টিমে বারবার উঠে আসছে গতবছরের জনপ্রিয় ছবি 'আরআরআর'-এর নাম। নীতিশ রানা, রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে কেকেআর সমর্থকরা। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের মুখোমুখি কলকাতা।