বিশ্বকাপের আগে নতুন স্টেডিয়াম ভারতীয় ক্রিকেটে। শনিবার বারণসীর নতুন ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে উত্তরপ্রদেশে কানপুর এবংলখনউয়ে দুটি মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়েছে। এবার আন্তর্জাতিক ম্যাচ হবে প্রধানমন্ত্রীর নিজের সংসদীয় কেন্দ্রে।
তবে ভারতের বাকি ক্রিকেট স্টেডিয়ামের থেকে একেবারেই আলদা বারাণসীর এই মাঠ। এই স্টেডিয়ামের থিম ভগবান শিব। তাই গেট হয়েছে ডমরুর মতো। ফ্লাডলাইট তৈরি করা হয়েছে ত্রিশূলের আদলে। আর গ্যালারি তৈরি করা হয়েছে গঙ্গার ঘাটের মতো করে।
বিশ্বমানের এই স্টেডিয়াম তৈরিতে খরচ হয়েছে সাড়ে চারশো কোটি টাকা। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, শনিবার দুপুর দেড়টা নাগাদ এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এর আগে গুজরাতের মোতেরার নাম বদলে তাঁর নামে করা হয়েছে। বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামেই এই বছর বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ও ফাইনাল হবে।