পরীক্ষা করতে হলে ফলে আশা করলে চলবে না। কারণ, কোনও পরীক্ষা সফল হবে। আবার কোনওটা ব্যর্থ। প্রায় ছ বছর পর ক্যারিবিয়ান ভূমে একদিনের ম্যাচ হারের পর এমনটাই মনে করেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
বার্বেডোসে (Barbedos) ভারতকে (India) হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে এটাই দলকে ঘুরিয়ে ফিরিয়ে দেখার সেরা সময়। কারণ, এরপর আর সময় পাওয়া যাবে না। এশিয়া কাপ এবং বিশ্বকাপের মাঝে সময় অনেক কম বলেই দাবি করেন ভারতের কোচ।
আরও পড়ুন : ক্যারিবিয়ান মাটিতে ৬ বছর পর হার, এক দিনের সিরিজে সমতায় ওয়েস্ট ইন্ডিজ
রোহিত-বিরাট বিশ্রামে। তারমধ্যে ভেঙে পড়েছে ব্যাটিং লাইনআপ। তাতে অবশ্য বিচলিত নন রাহুল। তাঁর বিশ্বাস এই যুব দল ফের ঘুরে দাঁড়াবে। কারণ, শিখতে শিখতে একদিন শিখড়ে পৌঁচ্ছানো সম্ভব। ইশান, শুভমনদের প্রতি অগাধ আস্থা ভারতীয় কোচের। দ্রাবিড়ের দাবি, যুবদের উপরেই তাঁর বাজি।